নিজে থেকে কখোনই কাউকে (এমনকি নিজের কাজিন, ক্লোজ ফ্রেন্ড) টেকনলজি রিলেটেড প্রয়োজনে সাহায্য করতে যাবেন না। এতে করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। পরবর্তীতে তার কোনো ডাটা, তথ্য বা যা কিছু লিক করলে সেটার দায়ভার আপনাকে নিতে হবে। প্রত্যেক সোশ্যাল মিডিয়া একাউন্ট প্রত্যেকের ব্যক্তিগত ডাটা ক্যারি করে। কারো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্রয়োজন বা সাহায্য দরকার পরলে যথাসম্ভব তার সামনেই স্ক্রীন ওপেন রেখে সমাধান করার চেষ্টা করুন। সর্তক থাকুন, অন্যকে সহয়তা করুন। Be safe and protect others